লেখক পরিচিতি
নাসির উদ্দিন শামীম কখনো বই লিখেননি। এটা তার প্রথম বই। তবে প্রফেশনালি ব্লগ লিখতেন ২০০৭ সাল থেকে। তারও আগে নবম শ্রেণিতে থাকতে কবিতার বই লিখেছিলেন যেটা কখনো কোথাও ছাপা হয়নি! পড়াশুনা শেষ করেছেন বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে, চাকরিজীবন শুরু করেছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বিজেএমসিতে।
তারপর বন্ধুদের সাথে নিয়ে গড়েছিলেন ডেভসটিম নামক একটা লিমিটেড কোম্পানি। পরবর্তিতে মার্কেটিং এজেন্সি হিসেবে LateNightBirds LLC থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং স্কিল ডেভেলপমেন্ট প্লাটফর্ম NShamimPRO™ তৈরি করা থেকে শুরু করে বিশ্বখ্যাত অনেকে কোম্পানিতে এসইও এবং ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট হিসেবে কাজ করেছেন।
গড়ে তুলেছেন ২০+ ব্লগ এবং ওয়েবসাইট নিয়ে নিজের বিশাল একটা ডিজিটাল অ্যাসেট ও পোর্টফোলিও। বেড়ে উঠেছেন কিশোরগঞ্জের একটা প্রত্যন্ত গ্রামে, পড়াশুনা করেছেন কিশোরগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল এবং ঢাকায়। স্ত্রী, ৩ সন্তানকে নিয়ে এখন বসবাস করছেন ঢাকায়!